অনলাইনে ফি পেমেন্ট নির্দেশিকা

অনলাইনে HSC ১ম বর্ষ ভর্তির নির্দেশিকা

পেমেন্ট নির্দেশিকা

যেকোন সময় অনলাইনে পেমেন্টের নির্দেশিকা


শিক্ষার্থীরা অনলাইনে কলেজের বিভিধ ফি প্রদান করতে নিন্মোক্ত ধাপগুলো অনুসরণ করবে

  • কলেজের ওয়েবসাইট kudc.edu.bd ওয়েবসাইটে মোবাইল ব্রাউজার বা কম্পিউটার ব্রাউজার এর মাধ্যমে প্রবেশ করবে।
  • সেখান হতে Fee Payment [For Students]    বাটন প্রেস করে স্টুডেন্ট লগিন প্যানেলে যাবে।
  • সেখানে শিক্ষার্থীর আইডি: SSC রেজিস্ট্রেশন নং ও প্রতিষ্ঠান আইডি (2211221) টাইপ করে লগিন করবে।
  • লগিন প্যানেল আসলে সেখানে পেমেন্ট অপশনে (Payment) যাবে   
  • শিক্ষার্থীরা তার নিজস্ব তথ্য ও ফী সংক্রান্ত তথ্য যাচাই করে  PAY NOW বাটনে ক্লিক করবে।
  • এরপর সোনালি ব্যাংকের পেমেন্টে গেইটওয়ের মাধ্যমে সোনালি ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি থেকে যেকোন একটি অপশন বাছাই করে পেমেন্ট সম্পন্ন করবে।
  • পেমেন্ট করার পর আগের লগিন পেইজে ফেরত আসবে এবং সেখান থেকে লগিন প্যানেলের রিপোর্ট অংশ থেকে পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে সংগ্রহ / প্রিন্ট করে নিতে পারবে।

বিশেষ নির্দেশিকা: পেমেন্ট করার পর যান্ত্রিক ত্রুটির্ কারণে মোবাইল থেকে টাকা কাটার পরও যদি পেমেন্ট সম্পন্ন হয়নি- এমন দেখালে দ্বিতীয়বার পেমেন্ট না করে. মোবাইলের  (সোনালি ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) পেমেন্ট মেসেজটি স্ক্রীনশট প্রিন্ট করে সেই কপিটি নিয়ে প্রদিষ্ঠানের হিসাব কক্ষে যোগাযোগের নির্দেশ দেওয়া হল।

সরকার মো. জোবায়েদ আলী

অধ্যক্ষ

কফিল উদ্দিন ডিগ্রী কলেজ

চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।

০১৭১৮ ৭৮০৩৮৯