Online এবং SMS – এর মাধ্যমে HSC-2015 ভর্তির আবেদন করার পদ্ধতি।

0
415

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক অনুমোদন প্রাপ্ত

আবেদন করার সময় শেষ। আ্গামী 25 জুন ১৫ খ্রি: এ কলেজের ওয়েব সাইটে ও নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশিত হবে।

কফিল উদ্দিন ডিগ্রী কলেজে বিভিন্ন বিভাগে ২০১৫২০১৬ শিক্ষা বর্ষে  On-Line
ভর্তির আবেদনের নিয়মাবলী :

 

টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আবেদন করা যাবে।

বিজ্ঞান বিভাগ থেকে এসএমএস (SMS) পাঠানোর প্রথম ফরমেট

CAD<Space>106993<Space>S<Space>COM<Space>রোল নম্বর <Space> পাশের সন <Space>N<Space>B লিখে SEND করবে 16222 নম্বরে।

ব্যবসায় শিক্ষা শাখা থেকে এসএমএস (SMS) পাঠানোর প্রথম ফরমেট

CAD<Space>106993<Space>B<Space>COM<Space>রোল নম্বর <Space> পাশের সন <Space>N<Space>B লিখে SEND করবে 16222 নম্বরে।

মানবিক শাখা থেকে এসএমএস(SMS) পাঠানোর প্রথম ফরমেট

CAD<Space>106993<Space>H<Space>COM<Space>রোল নম্বর <Space> পাশের সন <Space>N<Space>B লিখে SEND করবে 16222 নম্বরে।

 

বি:দ্র: এখানে কফিল উদ্দিন ডিগ্রী কলেজ কোড -106993, S = বিজ্ঞান, B = ব্যবসায় শিক্ষা, H = মানবিক, COM = কুমিল্লা বোর্ড,-  যারা অন্য বোর্ড থেকে পাশ করেছে তারা সে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। (উদাহরণ: যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছে তারা COM না লিখে লিখতে হবে MAD) রোল b¤^i এস.এস.সি/সমমানের পরীক্ষার রোল b¤^i| মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে <Space> N এর পরে  <Space>  FQ লিখতে হবে।

 

সকল বিভাগের জন্য দ্বিতীয় এস.এম.এস (SMS) ফরমেট

ফিরতি এস.এম.এস (SMS) এ আবেদনকারীর নাম, কলেজের নাম, গ্রুপের নাম এবং ফি বাবদ কত টাকা কাটা হবে তা জানিয়ে একটা PIN কোড প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CAD<Space>Yes<Space>PIN Code<Space>Mobile Number (নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে Send করবেন 16222 নম্বরে।

দ্বিতীয় এসএমএস (SMS) এর রিপ্লাই:

‘Congrats! Name, You’ve successfully completed registration to process admission in Kafil Uddin Degree College  for group : shift, Powered by Teletalk.

  • নূন্যতম জিপিএ: মানবিক ২.৫ , বিজ্ঞান ৩.০০, ব্যবসায় শিক্ষা ৩.০০।
  • একজন আবেদনকারী একাধিক গ্রুপে আলাদা ভাবে আবেদন করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রে ১২০/ টাকা কেটে নেয়া হবে।
  • আবেদন গ্রহণ: ০৬/০৬/২০১৫ খ্রি: থেকে ১৮/০৬/২০১৫ খ্রি: পর্যন্ত।
  • পূণ:নিরীক্ষার মাধ্যমে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদনের শেষ তারিখ: ২১/০৬/২০১৫ খ্রি:।
  • মেধা তালিকা প্রকাশ 25/06/2015 খ্রি: এসএমএস (SMS) অথবা (www.kudcbd.com. অথবা www.comillaboard.gov.bd এর মাধ্যমে পাওয়া যাবে।)
  • ১ম মেধা তালিকা থেকে ভর্তি: ২৮/০৬/২০১৫খ্রি: হইতে ২৯/০৬/২০১৫ খ্রি:
  • ২য় মেধা তালিকা থেকে ভর্তি: ৩০/০৬/২০১৫ খ্রি:।
  • ভর্তি ফরমের সংগে প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দেওয়ার তারিখ ও সময় : ৩০/০৬/১৫ খ্রি:
  • ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হবে।
  • বি এম শাখার ন্যুনতম জিপিএ ৩.০০।

বিএম শাখার আবেদন On-Line হবে না বলে আবেদন ফরম কলেজ অফিস থেকে গ্রহণ জমা দিতে হবে। যোগাযোগ : ০১৭১৮৭৮০৩৮৯ , ০১৭১২০০২৩৬৭

 

 

Online – এর মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতি।

আবেদন পদ্ধতি: website (www.xiclassadmission.gov.bd)G যেয়ে Apply Online এ ক্লিক করে প্রদর্শিত ছকে রোল নং, বোর্ড ও পাসের সন এন্ট্রি করতে হবে। ব্যক্তিগত তথ্য ভেসে আসলে মোবাইল bv¤^viwU নিশ্চিত হওয়ার জন্য ২ বার এন্ট্রি দিতে হবে। অতপর ভর্তিচ্ছু কলেজ ভার্সন এবং গ্রুপ Select করতে হবে।

কোটার ক্ষেত্রে: কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে এবং এর বিপরীতে যথাযথ কতৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ থাকতে হবে।

পছন্দক্রম নির্ধারণ: আবেদনকারী প্রথম যে কলেজটি নির্বাচন করবে সেটির পছন্দক্রম ১ম এবং ২য় বার নির্বাচনকৃত কলেজটি ২য় হবে। এভাবে পছন্দক্রম নির্ধারিত হবে।

ফি প্রদান: টেলিটকের message অপশন-এ নিম্নোক্ত উপায়ে আবেদন ফি প্রদান করতে হবে।

CAD<space>106993<space>Application ID লিখে 16222 b¤^‡i  Send করতে হবে।

ফিরতি  SMS – এ আবেদনকারীর নাম, Application ID কলেজের সংখ্যা এবং ফি বাবদ ১৫০/- টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে message অপশনে গিয়ে

CAD<space> Yes <space>Pin লিখে 16222 b¤^‡i SEND করতে হবে।

পছন্দক্রম সংশোধন: আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে Online এ তার Application ID  এবং Password  দিয়ে Login করে পছন্দক্রম সর্বোচ্চ ২ বার পরিবর্তন করতে পারবে।

যোগাযোগ :
০১৭১৮৭৮০৩৮৯ , ০১৭১৫৩৩৯১৩৩, ০১৭১২০০২৩৬৭,০১৭১১২৩০৯১৭,০১৭১৭৩০৩৫৩৭,০১৭১১৩৭৯০৯২,০১৮১২৬৪৪৪৬৭

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − one =