যে সব শিক্ষার্থী ১ম ও ২য় মেধা তালিকায় ভর্তির জন্য নির্বাচিত হয় নাই অথবা নির্বাচিত হয়েও কোন প্রতিষ্ঠানে ভর্তি হয় নাই তাদেরকে রিলিজ স্লিপধারী হিসেবে আবেদন করার সুযোগ দেয়া হবে। এসব শিক্ষার্থীকে শূন্য আসনের বিপরীতে শুধুমাত্র অনলাইনে সর্বনিম্ন ৫ টি ও সর্বোচ্চ ১০ টি প্রতিষ্ঠানের পছন্দক্রম(Priority) দিয়ে ৯-৭-২০১৫ থেকে ১০-৭-২০১৫ তারিখের মধ্যে পূর্বে প্রদত্ত “Application ID” ও “Password” ব্যবহার করে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন আবেদন ফি প্রদান করতে হবে না। এ সকল প্রার্থীর ফলাফল আগামী ১১-০৭-২০১৫ তারিখে প্রকাশ করা হবে।
রিজিল স্লিপ প্রসঙ্গে বিস্তারিত… (HSC/BM-15-16)
14