জরুরী বিজ্ঞপ্তি
কফিলউদ্দিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনির ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসকল ছাত্র-ছাত্রী পূর্বে উপবৃত্তি পেয়েছে তাদেরকে নুতন করে বিকাশ একাউন্ট খোলার জন্য নিন্মে উল্লেখিত উপকরণসহ নির্ধারিত তারিখে কলেজে উপস্থিত থাকতে হবে। অন্যথায় উপবৃত্তি সংক্রান্ত জটিলতার জন্য নিজেরাই দায়ী থাকবে।
তারিখ ও সময় | বিভাগ | যা লাগবে |
৬/৭/২০২০
সকাল ১০.০০টা |
বিজ্ঞান ও মানবিক শাখা | ১. নিজস্ব মোবাইল, যে মোবাইলে পূর্বে বিকাশ একাউন্ট খোলা নেই।
২. নিজের পাসপোর্ট সাইজের ১ কপি রঙ্গিন ছবি। ৩. অভিভাবকের ১ কপি রঙ্গিন ছবি ৪. NID এর ১ কপি রঙ্গিন ফটোকপি ৫. অভিভাবককে সাথে আসতে হবে |
৭/৭/২০২০
সকাল ১০.০০টা |
ব্যাবসায় শিক্ষা এবং বি.এম শাখা |
অধ্যক্ষ
কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ,
চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর।