২০১৭ ইং সনের উচ্চ মাধ্যমিক ও বিএম ফরমপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

0
111

এতদ্বারা অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে,যাহারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে তাহারা আগামী ১১/১২/২০১৬ খ্রি: হইতে ১৫/১২/২০১৬ খ্রি: তারিখের মধ্যে বোর্ডস ফি ও কলেজের যাবতীয় বকেয়াদি ইসলামী ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা, উত্তরা ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা, সোনালী ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা এবং আইএফআইসি ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখার জমা রশিদ কলেজ অফিসে প্রদান করিয়া ONLINE  এ ফরম পূরণ করিতে হইবে।
এই বিষয়ে অনুসরনীয়:
 প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সরাসরি উপস্থিত হইয়া ONLINE এর ফরম পূরণ করিতে হইবে। ফরম পূরণের সময় পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিতে হইবে।
 কোন অবস্থায় অন্য কাহারো মাধ্যমে ফরম পূরণ করা যাইবে না।
 কোন ছাত্র-ছাত্রী যথা নিয়ম ও যথাসময়ে ফরম পূরনে ব্যর্থ হইলে কলেজ কর্তৃপক্ষ কোন অবস্থায়ই দায়ী থাকিবে না।
 আগামী ০৪/০১/২০১৭ খ্রি: যথাসময়ে উপস্থিত থাকিয়া ONLINE এ পূরণকৃত ফরমে স্ব-হস্তে স্বাক্ষর দিতে হইবে। স্বাক্ষর প্রদানে ব্যর্থ ছাত্র-ছাত্রী যে কোন জটিলতার জন্য নিজেরাই দায়ী থাকিবে।