এতদ্বারা অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের বিশেষ অবগতির জন্য জানানো যাইতেছে যে,যাহারা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে তাহারা আগামী ১১/১২/২০১৬ খ্রি: হইতে ১৫/১২/২০১৬ খ্রি: তারিখের মধ্যে বোর্ডস ফি ও কলেজের যাবতীয় বকেয়াদি ইসলামী ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা, উত্তরা ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা, সোনালী ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখা এবং আইএফআইসি ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখার জমা রশিদ কলেজ অফিসে প্রদান করিয়া ONLINE এ ফরম পূরণ করিতে হইবে।
এই বিষয়ে অনুসরনীয়:
প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সরাসরি উপস্থিত হইয়া ONLINE এর ফরম পূরণ করিতে হইবে। ফরম পূরণের সময় পাসপোর্ট সাইজের এক কপি ছবি জমা দিতে হইবে।
কোন অবস্থায় অন্য কাহারো মাধ্যমে ফরম পূরণ করা যাইবে না।
কোন ছাত্র-ছাত্রী যথা নিয়ম ও যথাসময়ে ফরম পূরনে ব্যর্থ হইলে কলেজ কর্তৃপক্ষ কোন অবস্থায়ই দায়ী থাকিবে না।
আগামী ০৪/০১/২০১৭ খ্রি: যথাসময়ে উপস্থিত থাকিয়া ONLINE এ পূরণকৃত ফরমে স্ব-হস্তে স্বাক্ষর দিতে হইবে। স্বাক্ষর প্রদানে ব্যর্থ ছাত্র-ছাত্রী যে কোন জটিলতার জন্য নিজেরাই দায়ী থাকিবে।